গ্রাম বাংলা নিয়ে কিছু লিখুন
গ্রাম নিয়ে, গ্রামের মানুষদের নিয়ে, গ্রামের খাবার, খেলাধূলা, অবসর কাটানোর কাজ, গ্রামের নায়ক, গ্রামের সমস্যা ইত্যাদি নিয়ে লেখা থাকলে আমরা পড়তে ও প্রকাশ করতে আগ্রহী। ক্যাম্পাস বন্ধ, আপনি ছুটিতে। চলে এসেছেন গ্রামে। লিখে ফেলুন না আপনার গ্রাম নিয়ে একটি ফিচার।
গ্রামবার্তায় কি কি বিষয়ে লিখতে পারেন তার একটি সাজেশন দেওয়া হলো:
১. আপনার গ্রামটি নিয়ে একটি ফিচার হতে পারে। গ্রামটি কত পুরনো, গ্রামের ইতহাস ঐতিহ্য, গ্রামের ভৌগলিক অবস্থান, খাল-বিল, দীঘি, নদীনালার কথা।
২. গ্রামের কোন গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে ফিচার হতে পারে। আপনার গ্রাম থেকে এখন পর্যন্ত যেসব বিশিষ্টজন বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকে নিয়ে লিখতে পারেন।
৩. আপনার গ্রামটির বিশেষত্ব নিয়ে লিখতে পারেন, এটা অন্য গ্রাম থেকে ভিন্ন কিনা বা যদি কোন কারণে ভিন্ন হয় সেটা কি কারণে।
৪. আপনার গ্রামের খেলাধূলা নিয়ে লিখতে পারেন। অনেক গ্রামে বিভিন্ন ধরণের খেলার উদ্ভব ও চল হয়ে থাকে। সেগুলো নিয়ে লিখতে পারেন।
৫. আপনার গ্রামের ফসলাদি, খাওয়া-দাওয়া, মানুষের পেশা, মানুষের রুচি, অবসর বিনোদন ইত্যাদি নিয়ে লিখতে পারেন। আসতে পারে বিভিন্ন পিঠাপুলি, মিষ্টান্ন, আচার বা বাহারী খাবারের বর্ণনা।
৬. গ্রামের নায়কদের নিয়ে লিখতে পারেন। প্রত্যেক গ্রামেই এক বা একাধিক হিরো থাকে। তারা যে সবসময় মেম্বার চেয়ারম্যান হবে এমন নয়, একেবারে সাধারণের মধ্যে থেকে অসাধারণ কাজ করা চরিত্র থাকে। তাদের কথা পত্রিকায় কখনো আসে না। তাদের নিয়ে লিখে পাঠান।
৭. আপনার গ্রামের শিল্পী, গায়ক, বংশীবাদক, অভিনেতা, লেখক, কবিদের নিয়ে লিখুন।
মোটকথা, আপনার লেখাতে যেন লেগে থাকে গ্রামের মাটি ও মানুষের গন্ধ, জলের ছলাৎ ছলাৎ ঢেউ, বাঁশঝাড়ে বাঁশের উদ্দম নৃত্য, অনাদরে ফুটে থাকা বিভিন্ন বুনোফুলের সংবাদ আর গ্রামের ইতিহাস-ঐতিহ্যের বাহারী বিত্তান্ত!
No comments